Last Updated: Monday, March 25, 2013, 10:06
ডুয়ার্সে মোর্চা বনাম তৃণমূল কংগ্রেস দ্বৈরথ এখন প্রকাশ্যে। উইলসন চম্পামারির দলবদল কার্যত আগুনে ঘৃতাহুতির কাজ করেছে। তৃণমূলের বিরুদ্ধে দলে ফাটল ধরানোর অভিযোগে সরব মোর্চা নেতৃত্ব। শাসক দলের উদ্দেশ্যে তাঁরা ছুঁড়ে দিয়েছেন পাল্টা চ্যালেঞ্জ।